জনাব এস এম তানভীর আরাফাত, পিপিএম (বার), সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়াসহ কুষ্টিয়া জেলা পুলিশের মাদক উদ্ধার ও মাদক ব্যবস্যায়ীদের গ্রেফতারের চলমান অভিযানের সাফল্যের ধারাবাহিকতায় গত ২৮.০৯.২০১৯ হতে ০৪.১০.২০১৯ খ্রিঃ তারিখ পর্যন্ত ১৫১ পিচ ইয়াবা, ৮২ বোতল ফেন্সিডিল, ৪টি গাঁজার গাছ, ৬ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, ৪ গ্রাম হেরোইন, ৪০০ পিচ ভেজাল হাই-স্পিড কোমল পানিয় বারসহ মোট ৪১ জন গ্রেফতার করে। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮ টি মামলা রুজু হয়। পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশনায় কুষ্টিয়া জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত আছে।