থানার কার্যক্রম : অপরাধ নিয়ন্ত্রনসহ অপরাধ সংক্রান্ত মামলা রেকর্ডসহ তদন্ত কার্যক্রম পরিচালন করে অপরাধিদেরকে আইনের আওতায় নেয়া। মূল কথা থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য মামলা রুজু, মামলা তদন্ত, আসামী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, সাক্ষীগণকে আদালতে হাজিরকরণ, অপরাধের প্রকৃত রহস্য উদঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যুকরণ, ভিআর তদন্তসহ থানা এলাকার বাসিন্দাদের আইনানুগ সকল সহায়তা প্রদান করাই থানার প্রকৃত কাজ। থানা এলাকার অপরাধ দমন, নিবারণ ও ঘটনা সংঘটিত হলে সেগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে বিজ্ঞ আদালতের নিকট সোপর্দ করা।