অফিসার ইন-চার্জ জেলা গোয়েন্দা শাখা, বরগুনা জনাব মোঃ হারুন-অর-রশীদ এর নেতৃত্বে এসআই রিপন কুমার পাল সহ অদ্য ২২/০৩/২০২০ খ্রি. রাত ২০.১৫ ঘটিকায় (ডিএমপি)মিরপুর থানার মামলা নং-৩(৫)২০০০ বি:ট্রাইঃ মামলা নং-১৮৫৩/২০০০ ধারা অস্ত্র আইনের ১৯(ক)ও(চ) এর ১০ (দশ) বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ আলগীর হোসেন জমাদার(৫০) পিং-মৃত: আজিজ জমাদার, সাং সরিষা মুড়ি, থানা-বেতাগী, জেলা বরগুনা, কে বরগুনা শহর হইতে গ্রেফতার করেন।