বরগুনা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতারকৃত আসামী মোঃ নিজাম উদ্দিন ও মোঃ আনোয়ার শিকদার দ্বয়কে গ্রেফাতর পূর্বক বরগুনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় রুজুকৃত মামলা নং ৪৫(০৭)২০১৮ ও জিআর-৪৫১/২০১৮খ্রি. টি দক্ষতা ও পেশাদারিত্বের সাথে তদন্ত করায় বিচার শেষে বিজ্ঞ বিচারক জনাব মোঃ সিরাজুল ইসলাম গাজী উল্লেখিত আসামী মোঃ নিজাম উদ্দিনকে ০৩(তিন) বছর সশ্রম কারাদন্ড ও ৫০০০/- টাকা অর্থদন্ড অনাদায়েঅনাদায়ে আরো তিন(০৩) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং আসামী মোঃ আনোয়ার শিকদারকে দুই(০২) বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।