সারা দেশব্যাপী বিদ্যমান করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন জেলায় গৃহীত স্বাস্থ্য বিষয়ক এবং সরকারী সহায়তা বিষয়ক কার্যক্রম সমন্বয়ের জন্য প্রত্যেক জেলায় একজন করে সচিব পদমর্যাদার কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। বরগুনা জেলার দায়িত্ব প্রাপ্ত বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব জনাব ড. সুলতান আহমেদ এঁর বরগুনা জেলায় অবস্থান কালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের সমন্বয় সভা ও সার্কিট হাউজ ময়দানে খাদ্য সহায়তা বিতরনের কিছু চিত্র। এ সময় পুলিশ সুপার বরগুনা, জেলা প্রশাসক, মাননীয় সংসদ সদস্যবৃন্দ ও অন্যান্য বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।