সুপার সাইক্লোন “আম্পান” এর প্রভাবে বরগুনা জেলায় বিভিন্ন স্থানে ঘরবাড়ী, রাস্তাঘাট, গাছপালা, গৃহপালিত প্রাণী সহ বিভিন্ন ধরনের ক্ষয়-ক্ষতি হয়। জেলা পুলিশের প্রত্যেক ইউনিটের সদস্যগন ঘটনাস্থলে তৎক্ষণাৎ হাজির হয়ে বিপদগ্রস্থ মানুষ, গৃহপালিত প্রাণীদের উদ্ধার, ঘরবাড়ী, রাস্তাঘাট মেরামতে সহায়তা, গাছ কেঁটে রাস্তা চলাচলের উপযোগী করা সহ সার্বিক ব্যবস্থা গ্রহণ করেন। তাছাড়া, সুপার সাইক্লোন “আম্পান” পরবর্তীতে চুরি, ডাকাতি, ছিনতাই সহ অন্যান্য যেকোন ধরনের অপরাধ দমনের জন্য চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। বরগুনা জেলার সম্মানিত জনগনকে অপরাধ নিয়ন্ত্রনে তথ্য দিয়ে জেলা পুলিশ বরগুনাকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।