Apps

Picture

সফল উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় অদ্য ১২/০১/২০২১খ্রি. জেলা গো‌য়েন্দা শাখার একটি চৌকস টিম ২জনকে ০১গ্রাম ৩৭মিলি হেরোইনসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য উদ্ধারে বরগুনা জেলা পুলিশের সাফল্যঃ

বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক মহোদয় এঁর দিক নির্দেশনায়

বরগুনা জেলা পুলিশের সফল উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় অদ্য ১২/০১/২০২১খ্রি. জেলা গো‌য়েন্দা শাখার একটি চৌকস টিম কর্তৃক আমতলী পৌরসভাস্থ ০১ নং ওয়ার্ড এলাকা হতে একাধিক মামলার আসামী মোঃ আফজাল হোসেন মাষ্টার (৩৮) এবং মোঃ জাহিদ হাসান(৩০)দ্বয়কে ০১গ্রাম ৩৭মিলি হেরোইনসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।

 
Copyright © 2023 Superintendent of police, Barguna. Developed by ICT Section, Barguna Police.