বরগুনা সদর পৌরসভা ও পাথরঘাটা পৌরসভার সাধারণ নির্বাচন/২০২১ উপলক্ষে অদ্য ২৯/০১/২০২১ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় বরগুনা ও পাথরঘাটা থানা কম্পাউন্ডে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, পুলিশ সুপার, বরগুনা এবং জনাব মোঃ মফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), বরগুনা।
পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় সম্পূর্ণ অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ডিউটিতে মোতায়েনকৃত সকল পুলিশ অফিসার ও আনসার ফোর্সদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনসহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।