"মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার" এই মূলমন্ত্রকে সামনে রেখে বরগুনা জেলা পুলিশের উদ্যোগে অদ্য ০৯/০৩/২০২১ খ্রি. সকাল ১০.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, বরগুনা এর সম্মেলন কক্ষে কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ ও সকল থানার অফিসার ইনচার্জগণদের নিয়ে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, পুলিশ সুপার, বরগুনা। এ সময় বরগুনা জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং, বরগুনা এর উদ্যোগে বরগুনা শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়গণ সহ কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।