অবৈধ অস্ত্র, গুলি ও চোরাইমাল উদ্ধারে বরগুনা জেলার সাফল্যঃ
বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক মহোদয়ের কার্যকরী নির্দেশনায় বরগুনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র, গুলিসহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধারে ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে চলেছেন।
এ ধারাবাহিকতার অংশ হিসেবে ২৩/০৫/২০২১ খ্রি. রাত ০০.৪৫ ঘটিকার সময় বেতাগী থানার অফিসার ইনচার্জ জনাব কাজী সাখাওয়াত হোসেন তপু এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অাসামী ১) এমএ রানা @ সিদ্দিক(৪৫), পিতা-মৃত অাবুল হোসেন @ ফেতর উদ্দিন, সাং-উত্তর বেতমোর, থানা-বেতাগী, জেলা-বরগুনা এর বসতঘরে তল্লাশি অভিযান পরিচালনা করে ১) ০১ (এক) টি পাইপগান, (২) ০৪ টি তাজা কার্তুজ, (৩) ৩৬ টি লোহার গুলতি, (৪) একটি ছুরি, (৫) বাটসহ ০২ টি গুপ্তি, (৬) স্টিলের পাইপ ও টেটা, (৭) চুরি, ডাকাতির কাজে ব্যবহৃত ক্যাবল কাটা ও সিঁদ কাটার কাচি, ড্রিল মেশিন, ১৩৯ টি চাবিসহ বিভিন্ন যন্ত্রপাতি এবং (৮) চুরি/ডাকাতির বিপুল পরিমান মালামাল ও ১২ টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
উক্ত ঘটনায় অস্ত্র অাইনে এবং চুরি/ডাকাতির মালামাল উদ্ধারের ঘটনায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।