১৪-১০-২০২১ খ্রি. জনাব এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয় ও বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক বরগুনা সদর ও আমতলী থানাধীন বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে ডিআইজি মহোদয় সংশ্লিষ্ট পূজা কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন। তিনি গুজবে কান না দিয়ে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দূর্গোৎসব পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। এ সময় জেলা প্রশাসক, বরগুনা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), বরগুনাসহ বরগুনা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।