Apps

Picture

অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা) উদ্ধারে বরগুনা ডিবি পুলিশের সাফল্য

Picture

 

বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয়ের কার্যকরী নির্দেশনায় গত  ১৭/০৯/২০২২ খ্রী. রাত্র ১০ঃ২০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বরগুনার একটি চৌকস টিমের অভিযানে জেলার তালতলী থানাধীন ১নং পঁচাকোড়ালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ জনৈক মোঃ জাফর মেম্বার এর বাড়ির সামনের রাস্তার উপর হইতে মোঃ মোতালেব মৃধা (৪৫), পিতা- মৃত ওমর আলী মৃধা, সাং-বড়পাড়া, ১নং পঁচাকোড়ালিয়া ইউপি, থানা- তালতলী, জেলা- বরগুনাকে ৩০ (ত্রিশ) পিচ অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। যার অবৈধ বাজার  মূল্য অনুমান  ৯,০০০/- (নয় হাজার) টাকা। এই ঘটনায় গ্রেফতারকৃত ব্যাক্তিকে আসামি করে তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 
Copyright © 2023 Superintendent of police, Barguna. Developed by ICT Section, Barguna Police.