Apps

Picture

ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বরগুনা জেলায় "হারানো মোবাইল উদ্ধার কার্যক্রম"

Picture

বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয়ের কার্যকরী নির্দেশনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বরগুনা জেলায় "হারানো মোবাইল উদ্ধার কার্যক্রম" আরো বেগবান করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৬/০৯/২০২২ ইং জেলাধীন বামনা থানার ইনচার্জের উপস্থিতিতে এএসআই (নিঃ) মোঃ ইমাম উদ্দিন হারানো মোবাইল উদ্ধার পূর্বক মোবাইলের প্রকৃত মালিক মোঃ আব্দুস সালাম, পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং-কালাইয়া, থানা-বামনা, জেলা-বরগুনা এর নিকট বুঝিয়ে দেন।

 
Copyright © 2023 Superintendent of police, Barguna. Developed by মমতাজ ট্রেডিং (প্রাঃ) লিঃ.