Apps

Picture

টহল

টহলকে পুলিশি কর্মকান্ডের মেরুদন্ড বলা হয় যে কোন পুলিশ বিভাগের মাঠ পর্যায়ের ইউনিটগুলোর অধিকাংশ সদস্যই টহল কাজে নিয়োজিত থাকে৷ টহলের উদ্দেশ্য মূলত তিনটি :- 
(
) অপরাধ নিবারণ করা  
(
) জনগনের মনে নিরাপত্তাবোধ তৈরি করা  
(
) পুলিশ সদস্যদের সেবা প্রদানের জন্য জনগণের কাছাকাছি প্রেরণ করা এবং যে কোন এলাকার প্রথম সাড়াদানকারী হিসেবে আর্বিভূতরুপ
টহল -অফিসার/দলের দায়িত্ব:- 
(
) জনগণের প্রয়োজনে সাহায্য করা  
(
) যে কোন সন্দেহভাজন ব্যক্তি ঘটনার উপর নজরদারি করা  প্রয়োজনে নিয়ন্ত্রনকারী/তদারককারীকর্তৃপক্ষকে জানানো  
(
) অপরাধ সংঘঠন নিবারন করা  
(
) সংঘটিত অপরাধ স্থলে তত্ক্ষনাত উপস্থিত হওয়া, ঘটনাস্থলের আইন-শৃঙ্খলা রক্ষা করা  জনগণের শান্তি  রক্ষা করা  

টহল দলের সাথে জনগণের আচরণ :- 
(
) যে কেউ টহল দলের কাছ থেকে সাহায্য কামনা করতে পারেন  
(
) অপরাধ নিবারণে টহলদলকে জনগণ সাহায্য করতে পারেন  
টহল দুই প্রকার হয় :- 


() স্থির টহল :- এটা কোন নির্দিষ্ট মোড়ে বা স্থাপনার সীমাবদ্ধ থাকে এই টহল দল সাধারণ নির্দিষ্ট স্থানের বাহিরে যান না কোন গুরুত্বপূর্ণ স্থাপণা, ব্যক্তি বা স্থানের নিরাপত্তার জন্য এই টহল পরিচালিত হয়৷ 
(
) চলমান টহল :- একটি নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট রাস্তায় গ্রামে এই টহল পরিচালিত হয় জাতীয় টহলে অফিসার ফোর্সগণ পায়ে হেঁটে মোটর/বাইসাইকেলে বা মোটরগাড়ি যোগে চলাচলরত থাকেন প্রত্যেক থানা এলাকায় প্রয়োজন অনুপাতে এক বা একাধিক মোবাইল টহল দল থাকতে পারে সাধারণ কোন সেবার ডাক পড়লে স্থানীয় এলাকার মোবাইল টহল দল তাতে সাড়া দিয়ে থাকে

বরগুনা জেলার ০৬ টি থানা এলাকায় সার্বিক নিরাপত্তা আইন-শৃঙ্খলা রক্ষার্থে থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র ক্যাম্পের অফিসার ফোর্সগণ  দিবা নৈশকালীন নিয়মিত টহল ডিউটি পালন করে থাকে

সভা সমাবেশ : বরগুনা জেলার সংশ্লিষ্ট সকল থানা এলাকায় সকল প্রকার রাজনৈতিক অরাজনৈতিক বৈধ সভা সমাবেশ চলাকালে নিরাপত্তা আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ অফিসার ফোর্স মোতায়েন করা হয়

 
Copyright © 2023 Superintendent of police, Barguna. Developed by ICT Section, Barguna Police.