Apps

Picture

বরগুনা সদর থানায় পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভা ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

Picture

০২ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিঃ বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয়ের সভাপতিত্বে বরগুনা সদর থানাধীন বরগুনা পৌরসভার "সিদ্দিক স্মৃতি মঞ্চ" -এ জঙ্গীবাদ, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকবিরোধী জনসচেতনামূলক সভাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক “মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। সাধারণ জনগণের সমস্যা, পুলিশের কাছে তাদের প্রত্যাশা, পেশাজীবীদের আইনগত সহায়তা এবং পুলিশ-জনগণের আন্তঃসম্পর্ক উন্নয়নকল্পে তথা পুলিশ কর্তৃক জনগণকে সেবা প্রদানের ক্ষেত্রে শতভাগ জবাবদিহিতা নিশ্চিতকল্পে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরগুনা-১ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, (সভাপতি, মৎস ও প্রাণী সম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি) উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রহমান, জেলা প্রশাসক, বরগুনা; জনাব মোঃ জাহাঙ্গীর কবির, জেলা পরিষদ চেয়ারম্যান, বরগুনা; এডভোকেট মোঃ কামরুল আহসান মহারাজ, মেয়র, বরগুনা পৌরসভা; প্রফেসর মোঃ মতিউর রহমান, অধ্যক্ষ, বরগুনা সরকারি কলেজ; জনাব মোঃ মনিরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান, বরগুনা; বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ রশিদ, সাবেক কমান্ডার, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং জনাব মোঃ মোতালেব মৃধা, সভাপতি, বরগুনা জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সহ বরগুনা সদর থানাধীন সর্বস্তরের সেবা প্রত্যাশী জনসাধারণ। এ সময় উপস্থিত জনসাধারন নানা বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ অত্যন্ত গুরুত্ব সহকারে সেবা প্রত্যাশী জনগণের সমস্যার কথা শ্রবণ করেন এবং পুলিশ সুপার মহোদয় তৎক্ষণাত উত্থাপিত সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

অতঃপর জেলা পুলিশ বরগুনার আয়োজনে পুলিশ সুপার মহোদয় সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ করেন। এসময় অসহায় লোকজন শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

সবশেষে পুলিশ সুপার মহোদয় জনগণকে যেকোনো প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ার অনুরোধের পাশাপাশি যেকোনো ধরনের গুজব ও সহিংসতার বিরুদ্ধে সচেতন হওয়ার এবং পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানানো হয়।

 
Copyright © 2023 Superintendent of police, Barguna. Developed by মমতাজ ট্রেডিং (প্রাঃ) লিঃ.