Apps

Picture

বরগুনা পৌরসভার কনফারেন্স হলে বিআইএমএস কর্মশালার আয়োজনে "WORKSHOP ON MEDIATION" প্রোগ্রাম অনুষ্ঠিত

Picture

৩ ফেব্রুয়ারি, ২০২৩ ইং বরগুনা পৌরসভার কনফারেন্স হলে বিআইএমএস কর্মশালার আয়োজনে "WORKSHOP ON MEDIATION" প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ বিচারপতি জনাব মোঃ আশরাফুল কামাল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জনাব মোঃ আনিসুর রহমান, জেলা ও দায়রা জজ, বরগুনা; জনাব মোঃ আবদুস ছালাম, পুলিশ সুপার, বরগুনা এবং জনাব মোঃ জাহাঙ্গীর কবির, জেলা পরিষদ চেয়ারম্যান, বরগুনা সহ বিজ্ঞ আদালতের অন্যান্য বিচারকবৃন্দ ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 
Copyright © 2023 Superintendent of police, Barguna. Developed by মমতাজ ট্রেডিং (প্রাঃ) লিঃ.