Apps

Picture

বরগুনায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন

Picture

আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে অদ্য ০৮ মার্চ, ২০২৩ খ্রি. "বাংলাদেশ পুলিশ উইম্যান নেটওয়ার্ক (WPBN)" এর আয়োজনে নারী জাগরণী, পুলিশ অফিস, বরগুনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আবু ছালেহ, অতিরিক্ত পুলিশ সুপার, পাথরঘাটা সার্কেল, বরগুনা মহোদয়। আলোচনা সভা শেষে একটি  বর্ণিল র‍্যালী বরগুনা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। উক্ত র‍্যালীতে অংশগ্রহণ করে  বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক বরগুনা শাখার নারী পুলিশ সদস্য।

 
Copyright © 2023 Superintendent of police, Barguna. Developed by মমতাজ ট্রেডিং (প্রাঃ) লিঃ.