Apps

Picture

বরগুনায় জাতির পিতা'র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন

Picture

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে ১৭ মার্চ, ২০২৩খ্রি. জনাব মোঃ আবদুস ছালাম, পুলিশ সুপার, বরগুনা মহোদয়, জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ ও জেলা পুলিশ সদস্যদের নিয়ে বরগুনা পৌরসভাস্থ বঙ্গবন্ধু কমপ্লেক্স ও মুজিব অঙ্গনে জাতির পিতা'র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও পুলিশ সুপার মহোদয় শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

অতঃপর সকল অতিথিবৃন্দ "শিশু সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা" নামক এক বর্ণাঢ্য র‍্যালীতে অংশগ্রহণ করেন।

সর্বশেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, বরগুনায় "সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিশু খাদ্য ও পোশাক বিতরণ; আলোচনা সভা এবং পুরষ্কার বিতরণ" সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জনাব হাবিবুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মননীয় সংসদ সদস্য; বিশেষ অতিথি হিসেবে জনাব মোঃ আবদুস সালাম, পুলিশ সুপার, বরগুনা মহোদয়; জেলা পরিষদ চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির; বরগুনা পৌরসভার মেয়র এডভোকেট মোঃ কামরুল আহসান মহারাজ এবং সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ রশিদ মিয়া সহ হতদরিদ্র পরিবারের মায়েরা তাদের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে উপস্থিত ছিলেন। এরমধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ দিবসটির সার্বিক উদযাপন সম্পন্ন হয়।

 
Copyright © 2023 Superintendent of police, Barguna. Developed by মমতাজ ট্রেডিং (প্রাঃ) লিঃ.