Apps

Picture

ভিআইপি/ভিভিআইপি

 ভিআইপি/ভিভিআইপি 

যেসব ব্যক্তি অবস্থান, দায়িত্ব মর্যাদার দিক দিয়ে বিশেষ গুরুত্ব বহন করেন এবং যাদের নিরাপত্তা হানি হলে দেশ জাতি গভীর সংকটে পতিত হয় তাদের ভিভিআইপি বা ভিআইপি বলা হয়৷ বাংলাদেশের আইন অনুসারে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানগণ ভিভিআইপি মর্যাদা নিরাপত্তা ভোগ করেন তাছাড়া জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা বিধানের আইন রয়েছে  এছাড়া সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীগণ এবং অন্যান্য উচ্চ পদমর্যাদার সামরিক/বেসামরিক কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেয়া হয় সরকার যেকোন ব্যক্তিকে ব্যবসায়িক বা অন্যান্য ক্ষেত্রে ভিআইপি ঘোষণা করতে পারেন

বরগুনা জেলায় ভিভিআইপি এবং ভিআইপিগণ সফরকালে বিধি মোতাবেক তাদের ব্যক্তি নিরাপত্তা আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় পুলিশী পরিকল্পনা প্রণয়ন করা হয়

চেকপোস্ট :  চেকপোস্ট একটি স্থায়ী টহল চেকপোস্টের মাধ্যমে সম্ভাব্য অপরাধীদের প্রবেশ নিগর্মন নিয়ন্ত্রণ করা হয় চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতারসহ যাতায়াতকারীদের সঙ্গীয় বস্তু প্রয়োজনে দেহ তল্লাশি করা হতে পারে সংশ্লিষ্ট সকল থানা এলাকায় অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল চোরাচালান যানবাহনের কাগজপত্র যাচাইয়ের লক্ষ্যে সড়ক মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থায়ী অস্থায়ী পুলিশ চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয় এছাড়াও কোন বিশেষ অনুষ্ঠান বা সমাবেশের যাতায়াত পথে চেকপোস্ট বসানো হয় চেকপোস্টে কর্মরত পুলিশ সদস্যদের অমায়িক ব্যবহারের অধিকারী হতে হয় একইভাবে চেকিং পয়েন্ট অতিক্রমকারী জনসাধারনের বিষয়টি নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে মেনে নেয়া পুলিশকে সহযোগিতা করা উচিত

 
Copyright © 2023 Superintendent of police, Barguna. Developed by ICT Section, Barguna Police.