যেসব ব্যক্তি অবস্থান, দায়িত্ব ও মর্যাদার দিক দিয়ে বিশেষ গুরুত্ব বহন করেন এবং যাদের নিরাপত্তা হানি হলে দেশ ও জাতি গভীর সংকটে পতিত হয় তাদের ভিভিআইপি বা ভিআইপি বলা হয়৷ বাংলাদেশের আইন অনুসারে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানগণ ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা ভোগ করেন ৷ তাছাড়া জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা বিধানের আইন রয়েছে ৷ এছাড়া সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীগণ এবং অন্যান্য উচ্চ পদমর্যাদার সামরিক/বেসামরিক কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেয়া হয় ৷ সরকার যেকোন ব্যক্তিকে ব্যবসায়িক বা অন্যান্য ক্ষেত্রে ভিআইপি ঘোষণা করতে পারেন ৷
বরগুনা জেলায় ভিভিআইপি এবং ভিআইপিগণ সফরকালে বিধি মোতাবেক তাদের ব্যক্তি নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় পুলিশী পরিকল্পনা প্রণয়ন করা হয়।
চেকপোস্ট : চেকপোস্ট একটি স্থায়ী টহল ৷ চেকপোস্টের মাধ্যমে সম্ভাব্য অপরাধীদের প্রবেশ ও নিগর্মন নিয়ন্ত্রণ করা হয় ৷ চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতারসহ যাতায়াতকারীদের সঙ্গীয় বস্তু ও প্রয়োজনে দেহ তল্লাশি করা হতে পারে ৷ সংশ্লিষ্ট সকল থানা এলাকায় অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল চোরাচালান ও যানবাহনের কাগজপত্র যাচাইয়ের লক্ষ্যে সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থায়ী ও অস্থায়ী পুলিশ চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়াও কোন বিশেষ অনুষ্ঠান বা সমাবেশের যাতায়াত পথে চেকপোস্ট বসানো হয় ৷ চেকপোস্টে কর্মরত পুলিশ সদস্যদের অমায়িক ব্যবহারের অধিকারী হতে হয় ৷ একইভাবে চেকিং পয়েন্ট অতিক্রমকারী জনসাধারনের ও বিষয়টি নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে মেনে নেয়া ও পুলিশকে সহযোগিতা করা উচিত