জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাকে স্মার্ট বাংলাদেশে উন্নীত করনে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন।
অভিযান ০১ঃ
গত ২২/০৫/২৩ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলাধীন পাথরঘাটা থানার এসআই(নিঃ) সহিদুল ইসলাম হাং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে পাথরঘাটা পৌরসভার ০৫নং ওয়ার্ডস্থ তালতলা বাসস্ট্যান্ডের পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ আল আমিন (৩৪), পিতা-মোঃ খলিল খা, গ্রাম- পাথরঘাটা (৫নং ওয়ার্ড পাথরঘাটা পৌরসভা), থানা- পাথরঘাটা, জেলা -বরগুনা এবং ২। সোনিয়া(২০), পিতা- মাসুম, স্বামী- সোহাগ, সাং- কোঠালপাড়া, থানা- মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জদ্বয়কে ০৩(তিন) কেজি অবৈধ মাদক গাঁজাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ১,৮০,০০০/- টাকা।
অভিযান ০২ঃ
অদ্য ২৩/০৫/২৩ ইং তারিখ সকাল ১০ঃ৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলাধীন তালতলী থানার এসআই(নিঃ) মোঃ জামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামী ১। মোসাঃ শাহিনুর বেগম (৩৫) স্বামী- মোঃ রফিকুল পহলান, সাং- বড় অংকুজানপাড়া, ১নং ওয়ার্ড, থানা-তালতলী, জেলা-বরগুনাকে তার বসতঘরের পার্শ্ববর্তী বেড়ের (ডোবার) মধ্যে হতে খাকী রং এর কসটেপ দ্বার মোড়ানো ০৪ টি প্যাকেটে ০৩ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা।
অভিযান ০৩ঃ
অদ্য ২৩/০৫/২৩ ইং তারিখ সন্ধ্যা ০৬ঃ৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), বরগুনার এসআই(নিঃ) জাহিদুল ইসলাম কবির সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে বরগুনা সদর থানাধীন এম বালিয়াতলি ইউনিয়নস্থ ০৭নং ওয়াডের ডাক্তার বাড়ি সামনের কাচা সড়কের উপর হতে আসামী ০১। সোহান মোল্লা (২৪), পিং- শানু মোল্লা, সাং- রায়ভোগ এবং ০২। জহিরুল ইসলাম (২৭), পিং- মতলেব খান, সাং- খাকবুনিয়া, সর্ব ইউপি- ০৭নং ঢলুয়া ইউনিয়ন, থানা ও জেলা- বরগুনাদ্বয়কে কে ০১(এক) কেজি অবৈধ মাদক গাঁজাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ৭০,০০০/- টাকা।
তিনটি ভিন্ন অভিযানে গ্রেফতারকৃত ০৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাসমূহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।