ট্রাফিক ব্যবস্থাপনা : বরগুনা জেলা ট্রাফিক বিভাগ জেলার অভ্যন্তরে সড়ক ও মহাসড়কগুলোতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, রাস্তাঘাটের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ যানবাহন চালক ও মালিকদের বিরুদ্ধে মোটরযান আইন ও মোটরযান বিধিমালার আলোকে আইনগত পদক্ষেপ গ্রহণ, দুর্ঘটনা রোধকল্পে ফিটনেস বিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণসহ যেকোন ধরণের বেআইনী যান চলাচল রোধে কার্যকর ভূমিকা পালন করে থাকে। জেলার অভ্যন্তরে সকল প্রকার জাতীয়, স্থানীয়, ধর্মীয় ও বিভিন্ন অনুষ্ঠান চলাকালে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা ঘটলে জেলা ট্রাফিক বিভাগ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে থাকে। যানবাহনের মাধ্যমে বিভিন্ন অপরাধ দমনে জেলা ট্রাফিক বিভাগ বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় চেকপোস্টের মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে।
ট্রাফিক সংক্রান্ত মামলার জন্য যোগাযোগের ঠিকানা :
মামলা নিষ্পত্তির জন্য করণীয় :
সংশ্লিষ্ট অফিসারগণ ও মোবাইল নম্বর :
টিআই (প্রশাসন)-01713374362