Apps

Picture

চাকুরির ভেরিফিকেশন

সাধারনত চাকুরির ভেরিফিকেশনের জন্য ভেরিফিকেশন ফরম রয়েছে৷ তা সংশিস্নষ্ট সংস্থা কর্তৃক দুই কপি ফরম চাকুরির প্রার্থীকে সরবরাহ করা হয়৷ চাকুরির প্রার্থিতা পূরণ করে সংশিস্নষ্ট অফিসে জমা দেয়৷ সংশিস্নষ্ট অফিস নিম্নলিখিত বিষয়ের তথ্য জানার জন্য সংশিস্নষ্ট পুলিশ সুপারের অফিসে উক্ত দুই কপি ফরম প্রেরন করে
) পড়ালেখা সংক্রান্ত 
) ব্যক্তিচরিত্র সংক্রান্ত 
) কোনরূপ ফৌজদারী মামলা আছে কি না তা যাচাই 
) কোন রাজনৈতিক দলের সদস্য আছে কি না তা যাচাই 
) থানা রেকর্ডে তার সমর্্পকে কোন কিছু লিখিত আছে কি না তা যাচাই 
) বর্তমান স্থায়ী ঠিকানা যাচাই 
পুলিশ সুপার অফিসের জেলা বিশেষ শাখা থেকে উক্ত তথ্যগুলো সরেজমিনে পরিদর্শন পর্যবেক্ষণ দ্বারা রিপোর্ট সংগ্রহ করে রিপোর্ট প্রদান করা হয়৷ 

 
Copyright © 2023 Superintendent of police, Barguna. Developed by মমতাজ ট্রেডিং (প্রাঃ) লিঃ.