Apps

Picture

বরগুনায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ০৩ জন আসামি গ্রেফতার

Picture

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।

অভিযান-০১ এরই ধারাবাহিকতায় ১৫/০৯/২০২৩ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই/মোঃ সহিদুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বরগুনা জেলার, বরগুনা সদর থানাধীন ০৬ নং বুড়িরচর ইউনিয়নের কেওড়াবুনিয়া বাজার থেকে ধৃত আসামী আসামী ০১। মোঃ মনির হাওলাদার (৩৫) পিং- মোঃ সোনামিয়া হাওলাদার, ০২। মোঃ মাসুম বিল্লাহ (৩২) পিং- মোঃ আবুল হোসেন, উভয় সাং- সোনাখালী ০৭ নং ওয়ার্ড ০৬ নং বুড়িরচর, থানা ও জেলা- বরগুনাদ্বয়'কে ২০০ গ্রাম গাঁজা ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার সর্বমোটমূল্য অনুমান ৪০,০০০/- টাকা।

অভিযান-০২ এরই ধারাবাহিকতায় ১৫/০৯/২০২৩ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে আমতলী এসআই/মোঃ সিদ্দিকুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বরগুনা জেলার বরগুনা আমতলী থানাধীন আমতলী পৌরসভা ৪নং ওয়ার্ড, থেকে ধৃত আসামী ১. মোঃ রুমান(২০), পিতা-সেরাজ হাং ,স্থায়ী: গ্রাম- আমতলী (পশ্চিম মাথা, ৪নং ওয়ার্ড, আমতলী পৌরসভা) , উপজেলা/থানা- আমতলী, জেলা -বরগুনাকে ৭৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

উভয় ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 
Copyright © 2023 Superintendent of police, Barguna. Developed by মমতাজ ট্রেডিং (প্রাঃ) লিঃ.