সাধারনত পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট আবেদনকারীর আবেদন ফরম জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস হতে জেলা বিশেষ শাখায় তদন্তের জন্য প্রেরণ করা হলে জেলা বিশেষ শাখা কর্তৃক উক্ত পাসপোর্ট আবেদন ফরম গ্রহণপূর্বক পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা কর্তৃক অথবা তিনি কর্তৃক ক্ষমতা প্রদত্ত অন্য কোন অফিসার উক্ত পাসপোর্ট আবেদন ফরমগুলো জেলা বিশেষ শাখায় নিয়োজিত অফিসারগণ কর্তৃক (এএসআই হতে তদূর্ধ্ব পদমর্যাদার অফিসার) তদন্তপূর্বক আবেদনকারীর প্রদত্ত তথ্যাদির সঠিকতা যাচাইপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য প্রত্যেকের নামে পাসপোর্ট আবেদন ফরমসমূহ হাওলা করেন। পাসপোর্ট আবেদন ফরম তদন্তের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার প্রার্থীর উল্লেখিত ঠিকানায় সরেজমিনে উপস্থিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট গোপন ও প্রকাশ্যে জিজ্ঞাসাবাদে পাসপোর্ট আবেদনকারীর তথ্যাদির সঠিকতা যাচাই করেন। এক্ষেত্রে নিম্নে বর্ণিত তথ্যাদি যাচাই করা হয়।
ক) প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম ও মাতার নাম
খ) বর্তমান ও স্থায়ী ঠিকানার সঠিকতা যাচাই
গ) জাতীয় পরিচয়পত্রের সত্যতা যাচাই
ঘ) জন্মনিবন্ধন সনদপত্রের সত্যতা যাচাই