ইভেন্ট ম্যানেজমেন্ট জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানসমূহ স্থানীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানসমূহ :
- জাতীয় ইভেন্টসমূহ : 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, 21 ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 15 আগস্ট জাতীয় শোক দিবস, পবিত্র ঈদ-উল-ফিতর, পবিত্র ঈদ-উল-আযহা, পবিত্র শবে বরাত, পবিত্র শবে ক্বদর, শারদীয় দুর্গাপূজা, রথযাত্রা, বুদ্ধ পূর্ণিমা, বড়দিনসহ সকল জাতীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানসমূহ উপলক্ষে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা রক্ষা, নিরপত্তামূলক পুলিশী ব্যবস্থা প্রণয়ন, যানজট নিরসনসহ নানামুখী পদক্ষেপের মধ্য দিয়ে উক্ত দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে থাকে।
- স্থানীয় ইভেন্টসমূহ: জেলা পুলিশ বরগুনা অফিসার ও ফোর্সদের কর্মউদ্দীপনা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর জেলা পুলিশের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় সকল পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করে থাকে এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়ে থাকে। এছাড়াও স্থানীয় পর্যায়ের সকল অনুষ্ঠান ও কর্মসূচিতে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা রক্ষা, নিরপত্তামূলক পুলিশী ব্যবস্থা প্রণয়ন, যানজট নিরসনসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে।